বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সড়কের ফলক অপসারণ দাবিতে জেলা প্রশাসকের দপ্তরে অভিযোগ 

মাগুরা প্রতিনিধি

সড়কের ফলক অপসারণ দাবিতে জেলা প্রশাসকের দপ্তরে অভিযোগ 

মাগুরায় অবৈধ নামফলক অপসারণের দাবি জানিয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছে এলাকাবাসী। রোববার (৩ নভেম্বর) এলাকাবাসীর স্বাক্ষরিত আবেদনপত্রগুলো তাদের প্রতিনিধির মাধ্যমে মাগুরা জেলা প্রশাসক, জেলা নির্বাহী প্রকৌশলী, এলজিইডি মাগুরা, নির্বাহী অফিসার শ্রীপুর, সড়ক ও জনপদ অফিসে লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে। 

অভিযোগপত্র থেকে জানা গেছে, মাগুরা শ্রীপুর উপজেলা কাদিরপাড়া ইউপির দোরাননগর গ্রামে ডাক্তার পঙ্কজ কান্তি মন্ডল সরকারি নিয়ম ভঙ করে নিজের নামে করেছে রাস্তার নামকরণ। দোরাননগর গ্রামে গড়াই নদীর তীর ঘেঁষে এই ২ কি.মি কাঁচা ও পাঁকা রাস্তাটিতে তার নামের ফলক রয়েছে অন্তত অর্ধশত। 

যেটা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, তার উদ্দেশ্য কি রাস্তা সংস্কার করে জনগণের সেবা নাকি নিজের নাম মানুষের মধ্যে চাউর করা। রাস্তা সংস্কারে কাবিটা ও সাবেক চেয়ারম্যানের অনুদান থাকলেও সামান্য ব্যয় করেই তার নামে এ ফলকগুলো তিনি নির্মাণ করেন, যাতে জনসাধারণের রাস্তায় চলাচলে সমস্যার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। 

এই রাস্তা সংস্কারে আমরা গ্রামবাসী টাকা ও শ্রম দেয়ার পাশাপাশি  সরকারি বরাদ্দ পায় ২ লাখ টাকা, সাবেক চেয়ারম্যান দেন ৫০ হাজার ও পঙ্কজকান্তি  কিছু টাকা দিয়ে দলীয় ক্ষমতা ব্যবহার করে সরকারি নিয়মনীতিকে অমান্য করে নিজের নামে রাস্তার নামকরণের ফলক লাগিয়ে দেয়। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পরেও সরকারিভাবে কোনো পদক্ষেপ না নেয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয়দের আপত্তির মুখে এক অনলাইনে সাক্ষাৎকারে ডাক্তার পঙ্কজ কান্তি মন্ডল বলেন, এ ফলকগুলো আমি নির্মাণ করিনি, হয়ত এলাকার লোকজন আমাকে ভালোবেসে এগুলো করেছে, সরকার চাইলে সেটা ভেঙে দিতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম আবেদনপত্র গ্রহণ করে, সড়ক থেকে দ্রুত ফলক অপসারণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

টিএইচ